Sunday, September 28, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollপরিবারের কাছে বকুনি খেয়ে ‘আত্মঘাতী’ কিশোরী! চাঞ্চল্য নদিয়ায়
Nadia

পরিবারের কাছে বকুনি খেয়ে ‘আত্মঘাতী’ কিশোরী! চাঞ্চল্য নদিয়ায়

বিউটি পার্লার থেকে ফিরতে দেরি হওয়ায় পরিবারের বকুনি! ‘আত্মঘাতী’ কিশোরী

ওয়েব ডেস্ক : পুজোর আগে সাজতে বিউটি পার্লার গিয়েছিল এক ছাত্রী। সেখান থেকে ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যদের কাছে শুনতে হয়েছিল বকুনি। তার পরেই বাড়ির সামনে আম গাছের ডাল থেকে উদ্ধার হল ওই নাবালিকার ঝুলন্ত দেহ (Death)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ায় (Nadia)। পরিবারের তরফে দাবি করা হয়েছে, বকুনি খেয়ে ‘অভিমানেই’ আত্মহত্যা করেছেন ওই ছাত্রী।

পুলিশ সূত্রে খবর, ওই ছাত্রীর নাম শুভমিতা মল্লিক। বয়স ১২। সে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। নদিয়ার (Nadia) শান্তিপুর থানার ফুলিয়া সবুজ পল্লীতে মামার বাড়িতেই ছোট থেকে মানুষ হয়েছিল ওই নাবালিকা। কারণ অনেক ছোট বয়সেই তার মা-বাবার বিচ্ছেদ হয়ে গিয়েছিল।

আরও খবর : পুজোর মুখে বোনাস না পেয়ে ক্ষুব্ধ চা-শ্রমিকরা

পরিবারের দাবি, পুজোর জন্য বিউটি পার্লারে গিয়েছিল শুভমিতা। কিন্তু সেখান থেকে ফিরতে তার অনেকটা রাত হয়ে য়ায়। সেই কারণে মামারবাড়ির সদস্যরা তাকে বকাবকি করেন। এর পর সে নিজের ঘরে ঘুমাতে চলে গিয়েছিল। কিন্তু তার পরেই সকালে বাড়ির পাশের এক আম গাছ থেকে ওই নাবালিকার ঝুলন্ত দেহ (Death) উদ্ধার হয়।

ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে আসে পুলিশ (Police)। তার পরেই দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে চিকিৎসকরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এটি আত্মহত্যা না এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ওই নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News